• ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবীতে বরিশালে ইঞ্জিনিয়ারদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৫, ১৩:৪৯ অপরাহ্ণ
কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবীতে বরিশালে ইঞ্জিনিয়ারদের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়, মন্ত্রীই হবেন মন্ত্রণালয়ের কার্যকরী প্রধান, সকল প্রকৌশল সংস্থা অধিদপ্তরকে ক্যাডারভুক্তকরণ ও সামঞ্জস্যপূর্ণ কাঠামো প্রবর্তনের দাবিতে বরিশালে মতবিনিময় সভা করেছে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)। সভায় বরিশালের বিভিন্ন সরকারি দপ্তরের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। বুধবার বিকেলে বরিশালের সড়ক ও জনপথ বিভাগের অফিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) এর ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খান মঞ্জুর মোর্শেদ। সড়ক ও জনপদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাসুদ খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এটিএম তানবির উল হাসান তমাল, এইচএজিএস প্রকৌশলী আহসানুল রাসেল, এইচএজিএস প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী, আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কেএম আসাদুজ্জামান চুন্নু।প্রকৌশলী শমসের আলী লিটুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম, গণপূর্ত বিভাগ এর নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম, প্রকৌশলী তওহিদ, কৃষি ইঞ্জিনিয়ার চঞ্চল কুমার মিস্ত্রী, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী রুহুল আমিনসহ অনেক নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা প্রকৌশলীরা কর্মক্ষেত্রে বিভিন্নভাবে বৈষম্যের শিকার, ২৪ এর পট পরিবর্তন এর পরেও আমরা পুর্ণাঙ্গ সহযোগিতা পাইনি। সকল বৈষম্য দূর করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকাটা জরুরি। আমরা ঐক্যবদ্ধ থাকলে পেশাগত সমস্যা সমাধানে সকল প্রতিবন্ধকতা দূর করা সহজ হবে বলে জানিয়েছেন তিনি।