স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় কবরস্থান থেকে সাবেক ইউপি সদস্যসহ ৩টি লাশের কঙ্কাল চুরির ঘটনায় দুইজনকে আটক করছে পুলিশ।
আজ বুধবার (০৫ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার সিকির বাজার ও গচাপাড়া এলাকায় থেকে এই দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলো, কোটালীপাড়া উপজেলার গচাপাড়া গ্রামের হোসেন আলী শিকদারের ছেলে নজরুল সিকদার (২৬) ও পূর্বপাড়া গ্রামের সুভাষ বাগচীর ছেলে অনুপ বাগচী(২৫)।
গত মঙ্গলবার রাতে উপজেলার আমতলী ইউনিয়নের চিত্রাপাড়া গ্রামে অবস্থিত কবরস্থান থেকে ৩টি লাশের কঙ্কাল চুরির ঘটনা ঘটে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কঙ্কাল চুরির ঘটনা জানাজানি হলে সকাল থেকে কবরস্থানে দাফনকৃত ব্যক্তিদের স্বজন ও এলাকাবাসী কবরস্থানে ছুটে আসে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আটককৃতরা দোষী প্রমাণিত হলে আইনগত ভাবে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। #