• ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

খুবিতে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৫, ১৪:০৫ অপরাহ্ণ
খুবিতে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন

খুলনা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা চর্চা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়েছে। আজ ০৫ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ৯.৩০ মিনিটে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। উদ্বোধনের পর তিনি খেলোয়াড়দের সাথে পরিচিত হন ও কুশল বিনিময় করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায় উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে। এজন্য খেলার মাঠ উচু করা, মাঠ সংলগ্ন পুকুরকে সুইমিং পন্ড এ রূপান্তর করা, গ্যালারি নির্মাণসহ মাঠের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, ক্রিকেট হচ্ছে সবচেয়ে জনপ্রিয় খেলা। এ প্রতিযোগিতা সবসময় উৎসবমুখর পরিবেশে হয়ে থাকে। তাই ক্রিকেট খেলা চলাকালে মাঠে শৃঙ্খলা ধরে রাখা গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্রিকেটে ফেয়ার প্লে অত্যন্ত জরুরি। প্রতিযোগিতা যাতে উপভোগ্য হয় এবং খেলোয়াড়দের ক্রীড়া সুলভ আচরণ বজায় থাকে সেদিকে নজর রাখা উচিত।
তিনি ক্রিকেট প্রতিযোগিতায় উত্তম আচরণের জন্য দল পর্যায়ে ফেয়ার প্লে ও ব্যক্তি পর্যায়ে ফেয়ার প্লেয়ার অ্যাওয়ার্ড চালু করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। একই সাথে ক্রীড়া ইভেন্টগুলো যথাযথ সময়ে আয়োজন করায় শারীরিক শিক্ষা চর্চা বিভাগকে আন্তরিক ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ। খেলাধুলার মধ্যে ক্রিকেট হচ্ছে পরিশ্রমী খেলা। তাই ক্রিকেট খেলার সময় মাঠে শৃঙ্খলা ধরে রাখা জরুরি।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (অতিরিক্ত পরিচালক) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান। আরও বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয় ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ফয়সাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট বিভাগের উপ-পরিচালক এস এম জাকির হোসেন। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনকে ২০ রানে পরাজিত করে বর্তমান চ্যাম্পিয়ন পদার্থবিজ্ঞান ডিসিপ্লিন। এছাড়া দিনের অন্যান্য খেলায় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিন ৪৯ রানে স্থাপত্য ডিসিপ্লিনকে এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ৭ উইকেটে ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনকে পরাজিত করে।