• ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ


বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি ল অ্যান্ড মুট কোর্ট সোসাইটির ২য় কার্যনির্বাহী কমিটি গঠন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ণ

আতিক ইশরাক রিজভী,মেরিটাইম প্রতিনিধি।
বিগত ১২ জানুয়ারি (রবিবার) নতুন কমিটির সদস্যদের তালিকা প্রকাশিত হয়। নতুন কমিটির সভাপতি হিসেবে মোঃ আশিকুর রহমান প্রিন্স এবং সাধারণ সম্পাদক হিসেবে মেহেরুন্নেসা চৌধুরী দায়িত্ব গ্রহণ করেছেন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি হিসেবে রওনক তাবাসসুম, রাফিয়া তাবাসসুম ও তাসনিমুল হাসান রাফিদ। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন রাফে মুয়াজ রিদওয়ান সিনাম। সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ তানভির হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মোঃ রাকিব উদ্দিন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক হিসেবে আল আকশা খানম, এবং মিডিয়া ও জনসংযোগ সম্পাদক হিসেবে আহমেদ রাবিউল জিসান নির্বাচিত হয়েছেন।

এছাড়াও, সহকারী সাধারণ সম্পাদক হিসেবে কাজী ওয়াজিউল্লাহ ইকরা ও আল বাশার মোহাম্মদ বিধান, সহকারী কোষাধ্যক্ষ হিসেবে রোহান মুস্তাকিম ও তন্ময় চক্রবর্তী, সহকারী সাংগঠনিক সম্পাদক হিসেবে শেখ ওহি কবির, সাদী মোহাম্মদ সায়েম ও আহমেদ মুক্তাফি রোহান, সহকারী গবেষণা ও প্রকাশনা সম্পাদক হিসেবে সুজানা সাঈদ অনামিকা গোধুলী, সাদিয়া সুলতানা রিয়া ও হিয়া মনি রায়, এবং সহকারী মিডিয়া ও জনসংযোগ সম্পাদক হিসেবে মোস্তাক আহমেদ, পুনাম প্রিয়াম নাইনা ও ইসরাত জাহান ঐশী নির্বাচিত হয়েছেন।

নবগঠিত কমিটিতে ৯ জন সিনিয়র এক্সিকিউটিভ ও ৯ জন জুনিয়র এক্সিকিউটিভ সদস্য নির্বাচিত হয়েছেন। সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে তাসনিম সিরাজ, মাহরিব ইসলাম, জাসিনা জিকরা সাবা, হুজাইফা আশরাফি, শিবলা হাসান, মিতবা ফাইরুজ মনজুর, রাকিবুল হুদা, সুমাইয়া মাহজাবিন ও মোঃ সামিউল ইসলাম প্রমি এবং জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে নাফিয়া ইসরাত, নুর ফাতিমা হক নিসাত, মোঃ রায়হান উদ্দিন, মোঃ রাইসুল ইসলাম, তাসরোভা রহমান ঊষা, নাবিহা তাহসিন, মোঃ আশরাফুল ইসলাম আরিফ, মোঃ ইয়াসির আরাফাত অন্তর ও শেখ সাদাদ বিন আব্দুল আহাদ দায়িত্ব পেয়েছেন।

মেরিটাইম ইউনিভার্সিটি ল অ্যান্ড মুট কোর্ট সোসাইটির নবনির্বাচিত সভাপতি আশিকুর রহমান প্রিন্স বলেন, “মেরিটাইম ইউনিভার্সিটি ল অ্যান্ড মুট কোর্ট সোসাইটির নবনির্বাচিত সভাপতি হিসেবে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমরা একসাথে কাজ করে মুটিং, গবেষণা ও যুক্তি প্রদানের দক্ষতা বৃদ্ধির জন্য সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করব, যাতে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী হয়ে প্রতিযোগিতামূলক ইভেন্টে অংশ নিতে পারে। ক্যারিয়ার রিলেটেড বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন করা যাতে করে শিক্ষার্থীদের গবেষণার দক্ষতা, যুক্তি প্রদানের ক্ষমতা বাড়ে এবং তারা যেন আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে।”
মুট কোর্ট সোসাইটির নবনির্বাচিত সাধারন সম্পাদক মেহেরুন্নেসা চৌধুরী বলেন, “মেরিটাইম ইউনিভার্সিটি ল অ্যান্ড মুট কোর্ট সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে আইনের শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের গবেষণা, তর্ক, এবং আইনী দক্ষতা বৃদ্ধির জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম প্রদান করা। শ্রীকান্ত আমি আমার দলের সাথে কাজ করার মাধ্যমে আমাদের ইভেন্ট গুলিকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে চাই এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় যাতে আমাদের শিক্ষার্থীর আরো ভালো ফলো ফল ফল নিয়ে আসতে পারে সেই ব্যবস্থা করতে চাই।”

নতুন কমিটি মেরিটাইম ইউনিভার্সিটি ল অ্যান্ড মুট কোর্ট সোসাইটির কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং শিক্ষার্থীদের আইনি দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।