• ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে পক্ষিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৫, ১৩:২৭ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে পক্ষিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে ভোলা ২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির সহযোগিতা অঙ্গসংগঠন পক্ষিয়া ইউনিয়ন যুবদলের উদ্যোগে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৫ ফেব্রুয়ারি বিকালে পক্ষিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মোসলেউদ্দিন কাজীর সভাপতিত্বে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ তৈয়বুর রহমান মাতাব্বরের সঞ্চালনায়
শান্তি সমাবেশ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবির সেলিম,উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস মিয়া,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লোকমান হাওলাদার,পক্ষিয়া ইউনিয়নের সাবেক যুবদলের সভাপতি ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মাতাব্বর।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ রুবেল কাজী।
এসময় আরো বক্তব্য রাখেন,বিএনপি নেতা নূরউদ্দিন হাওলাদার,যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজন রাঢ়ি,যুগ্ন আহবায়ক জাকির ফরাজি,যুগ্ম আহ্বায়ক মিজান হাওলাদার,ইউনিয়ন যুবদলের সদস্য হাসান ফরাজী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ৫ ই আগস্ট ফ্যাসিবাদের পতন হয়েছে,আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের রোষানলে পরে দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু এখনো তাদের দোষররা অশান্তি ও নৈরাজ্য করে যাচ্ছে। তারা এখন এদেশের জনগণের কাছে ফেসবুক লিগ হিসেবে পরিচিত,এই ফেসবুকলীগ আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে।
এ সময় তারা বলেন,ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ও উপজেলা বিএনপি আহবায়ক মাফরুজা সুলতান নির্দেশে সকল সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আমরা সব সময় তৎপর রয়েছি, যদি কেউ সন্ত্রাস সৃষ্টি করতে চায় তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।