• ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

গভীর রাতে তোফায়েল আহমেদের বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ণ
গভীর রাতে  তোফায়েল আহমেদের বাড়িতে আগুন

আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সাবেক এমপি তোফায়েল আহমেদের বাড়ির ভেতরে আজ বৃহস্পতিবার সকালেও আগুন জ্বলতে দেখা গেছে। এর আগে, বুধবার (০৫ ফেব্রুয়ারি) গভীর রাতে ভোলা শহরের গাজীপুর রোডের প্রিয় কুটিরে একদল বিক্ষুদ্ধ জনতা ভাঙচুর চালিয়ে আগুন জ্বালিয়ে দেয়।

পরে তারা ঘরের ভেতরের আসভাবপত্র বাইরে এনে সড়কের ওপর রেখে আগুন জ্বালিয়ে দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বেলা ১১টা পর্যন্ত বাড়ির দোতলায় বিভিন্ন আসভাবপত্রে আগুন জ্বলছে।
সেখানে ফায়ার সার্ভিসের কোনো সদস্যকে দেখা যায়নি।

প্রত্যক্ষদর্শী স্থানীয় কয়েক জনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত সাড়ে ১২টার দিকে ভোলা সদর রোড থেকে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা একটি মিছিল নিয়ে শহরের গাজীপুর রোডে আসেন। এ সময় তারা তোফায়েল আহমেদের বাড়ির ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে ঘরের দরজা-জানালা ভাঙচুর করে। এ সময় কিছু বিক্ষুদ্ধ জনতা ঘরের মধ্যে প্রবেশ করে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয় এবং কিছু কিছু আসবাবপত্র বাইরে সড়কের ওপর এনে আগুন ধরিয়ে বিক্ষোভ করতে থাকেন।

একই সঙ্গে বাড়ির নিচতলা ও দোতলায় আগুন ধরিয়ে দেয় তারা।