• ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে তারেক রহমানের উপহার ছাত্র আন্দোলনের নিহত শহীদদের পরিবারের কাছে পৌঁছে দিলেন শ্রমিক দল নেতারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১৪:২৪ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে তারেক রহমানের উপহার ছাত্র আন্দোলনের নিহত শহীদদের পরিবারের কাছে পৌঁছে দিলেন শ্রমিক দল নেতারা

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভোলার বোরহানউদ্দিনে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে নিহত শ্রমিক দলের ৩ সদস্যকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
৯ ফেব্রুয়ারি সকালে জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৯৭ শহীদ শ্রমিক পরিবারের সমবেদনা জানাতে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিনের সাচড়া ইউনিয়নে শহীদ মোঃ জাকির,মোঃ সুজন ও টগবী ইউনিয়নে মোঃ নয়নের পরিবারের সঙ্গে সাক্ষাত,নিহতদের কবর জিয়ারত করে পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও সম্মিলিত শ্রমিক পরিষদ- এর একটি প্রতিনিধি দল।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ এ সহায়তা প্রদান করেন তারা।
এসময় নেতৃবৃন্দ জানান,এই ৩ শহীদ পরিবারের পাশে সবসময় তারেক রহমান থাকবেন এবং সহযোগিতা করবেন।
এসময় উপস্থিত ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব কামরুল জামান,জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মন্টু,বোরহানউদ্দিন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান,যুগ্ন আহবায়ক মোঃ হুমায়ুন কবির সেলিম,জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিক,সাধারণ সম্পাদক তানভীর হোসেন তালুকদার,উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমগীর মাতাব্বর,সাধারণ সম্পাদক জামাল পঞ্চায়েত,উপজেলা যুবদলের আহবায়ক শিহাব উদ্দিন হাওলাদার
সদস্য সচিব জসিম উদ্দিন খান,যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম মিঠু,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিল হোসেন,টগবি ইউনিয়ন বিএনপি’র সভাপতি বাহার হাওলাদার,পক্ষিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ শামীম মিয়া,উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিল্টূ চন্দ্র দাস,আইনজীবী মোহাম্মদ আলী প্রমুখ।
এদিকে প্রিয়জনকে হারিয়ে মা-বাবা,স্ত্রী ও সন্তান যেন এখন আত্মহারা, ঘটনাস্থলে গেলে তাদের আহাজারিতে পুরো এলাকায় হৃদয়বিদারক এক দৃশ্য দেখা যায়,ভাই ও মা-বাবার আত্মনাদে পুরো এলাকায় সৃষ্টি হয় শুধু সন্তানহারা বেদনার দৃশ্য।
এসময় তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চেয়ে প্রতিবাদ করেন এবং এর সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার আহ্বান জানান