• ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে বিভিন্ন রোগে আক্রান্ত ২৩ জনের মাঝে ১১ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১৬:৫৮ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে বিভিন্ন রোগে আক্রান্ত ২৩ জনের মাঝে  ১১ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ

মোঃ সাইফুল ইসলাম আকাশ
ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া রোগীদের আর্থিত সহায়তা কর্মসূচির আওতায় ২৩ জনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
তারুণ্যের উৎসব ২৫ উদযাপন উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি সকালে বোরহানউদ্দিন উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে বোরহানউদ্দিন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিয়া মঞ্জুর-এ-এলাহী মোঃ আল-আমিনের সঞ্চালনায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান উজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন ভোলা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার।
এ সময় বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায়-দুঃস্থ ২৩ জন রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ১১ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড ফিল্ড সুপারভাইজার মোঃ আল-আমীন,মোঃ ছাইয়েদুজ্জামান বাবু,সুজয় চন্দ্র মজুমদার প্রমুখ।