মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
মেহেন্দিগঞ্জে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টা মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত প্রকল্প সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম মশিউর রহমান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ আলম।
অন্যান্যের মধ্যে ছিলেন, ব্র্যাক দক্ষতা কর্মসূচির জেলা ব্যবস্থাপক কনিকা বাড়ৈ, সেক্টর স্পেশালিষ্ট মোঃ আবদুল জলিল, কর্মসূচি সংগঠন অমৃত কুমার বিশ্বাস, এ্যাসোসিয়েট অফিসার (সেল্প) মোঃ মাসুম হাওলাদার, এলাকা ব্যবস্থাপক মোঃ কাওসার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা জানান, ব্র্যাক দক্ষতা কর্মসূচির আওতায় গত দুই বছরে ১০০ জন শিক্ষার্থীকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ করানো হয়েছে।
এরমধ্যে উল্লেখযোগ্য, কিশোর-কিশোরীদের ট্রেইলারিং, ফার্নিচার, মোবাইল ফোন সার্ভিসিং, কম্পিউটার প্রশিক্ষণ ইত্যাদি। এছাড়াও প্রশিক্ষণ শেষে দক্ষতা সনদ প্রদান করা হয়।