• ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সমাজসেবার ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতায় প্রশিক্ষণ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫, ১২:৫৯ অপরাহ্ণ
সমাজসেবার ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতায় প্রশিক্ষণ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

মাসুদ রেজা ফয়সাল (স্টাফ রিপোর্টার)
আজ বরগুনার বামনায় উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতা ও আর্থ-সামাজিক উন্নয়নে সুদমুক্ত ক্ষুদ্রঋণ ভুমিকা শীর্ষক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুল হাসিব এর সঞ্চালনায়,  বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসা: নিকহাত আরা সভাপতিত্বে মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার ও প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
এ প্রশিক্ষন কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বরগুনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: শহিদুল ইসলাম ও সহকারী পরিচালক  মো: ইউসুফ আলী, বামনা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া ও সহ-সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক সাবু, বিএমএসএফ এর সভাপতি মোঃ নাসির মোল্লা ও সহ-সভাপতি মাসুদ রেজা ফয়সাল সহ উপজেলার সকল ইউনিয়নের ক্ষুদ্রঋণ প্রকল্পের আওতাধীন উপকার ভোগী ও সমিতির দলনেতারা। 
সরকারের টেকসই উন্নয়নে ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাবলম্বিতায় ক্ষুদ্রঋণসহ সমাজসেবা কার্যালয়ের সকল প্রকার সেবা ও চলমান কার্যক্রমে গতিশীলতা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মাহমুল হাসিব উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন,এসময় আবেগাপ্লুত হয়ে উপকার ভোগী তাদের বক্তব্যে প্রশিক্ষণ ও সেমিনারের মাধ্যমে উপকারভোগীরা ঋণ সম্পর্কিত অনেক প্রশ্নের স্বচ্ছ ধারনা পেয়ে তারা উপকৃত হয়।