সাগর দাস, বাউফল
ইরাকে সড়ক দুর্ঘটনায় মো. মিজানুর রহমান (৪০) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
বুধবার ইরাকের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার (বাংলাদেশি সময় রাত সাড়ে ৯টার) দিকে আরবিল শহরে এ ঘটনা ঘটেছে।
মিজান পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কারখানা গ্রামের মো. মোশারেফ মৃধার ছেলে। তিনি ওই শহরের একজন ভ্রাম্যমান পান বিক্রেতা ছিলেন। বৃহস্পতিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নজরুল ইসলাম।
মিজানের সহকর্মী শাহিন মৃধা মোবাইল ফোনে জানান, গতকাল বুধবার ইরাকের আরবিল শহরে ভ্রাম্যমান গাড়িতে সড়কের পাশে পান-সিগারেট ও পানি বিক্রি করছিলেন। এসময় একটি দ্রুত গতির গাড়ি মিজানকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে একটি হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মিজানের স্বজন কাছিপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মিজান ২০১২ সালে ইরাকে যান। সর্বশেষ ২০১৮ সালে বাড়ি এসেছিলেন। তার স্ত্রী মোসা. নুরসায়দা এবং মো. তামিম হোসেন (১২) ও তোয়া আক্তার (৫) নামে দুই সন্তান রয়েছে। তার লাশ দেশে ফেরত আনার চেষ্টা চলছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।###