• ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

তাহফিজুল কোরআন একাডেমী বালাগঞ্জ, এর পাগড়ী প্রধান অনুষ্ঠান সম্পন্ন ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ১৭:২৪ অপরাহ্ণ
তাহফিজুল কোরআন একাডেমী বালাগঞ্জ, এর পাগড়ী প্রধান অনুষ্ঠান সম্পন্ন ।

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি:সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার তাহফিজুল কোরআন একাডেমী বালাগঞ্জ, এর পাগড়ী প্রধান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (১৩ ফ্রেরুয়ারী), তাহফিজুল কোরআন একাডেমী বালাগঞ্জ, এর পাগড়ী প্রধান মাহফিল অনুষ্ঠিত হয়। মাদরাসার প্রতিষ্টাতা পরিচালক মো তৌরিছ আলীর সভাপতিত্বে ডাইরেক্টর হাফিজ জুনেদ আহমদ ও হাফিজ নাজমুল ইসলাম সিহাবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (রহ:)এর সু যোগ্য ছাহেবজাদা আল্লামা কমরুদ্দীন চৌধুরী ফুলতলী,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও মাধবপুর গালিমপুর মাদরাসার সুপার মাওলানা হুমায়ুনুর রহমান লেখন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ বালাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা কাজী লুৎফুর রহমান সিরাজী,আব্দুল মুছাব্বির রাঙ্গাপুরি,ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড বালাগনজ উপজেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা ফাতির আহমদ,সাধারণ সম্পাদক হাফিজ জহি উদ্দিন চৌধুরী, আনজুমানে আল ইসলাহ বালাগনজ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক হাফিজ আবুল কালাম,বালাগনজ উপজেলা তালমীযের সভাপতি মারুফ আলম তালুকদার মিজু।

উপস্থিত ছিলেন বালাগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী অবিভাক সদস্য আজমান আলী জুয়েল,হোসাইন আহমদ আল ইসলাহ বালাগনজ উপজেলা শাখার অর্থ সম্পাদক শরিফ আহমদ জায়েদ,সহ প্রচার সম্পাদক হাফিজ সাইদুল ইসলাম, উপজেলা তালমীযের সহ সভাপতি জাকির খান, সাবেক সহ সভাপতি সিজান আহমদ,সহ সাধারণ সম্পাদক আবু সালেহ হোসাইন মাদরাসারঅভিভাবক নুরুল আলম,মাসুক মিয়া,রাজমান আলীআব্দুলহক,মাদরাসার,মাদরাসার শিক্ষক হাফিজ রুহেল আহমদ হাফিজ কামাল আহমদহাফিজ আরমান হোসাইন হাফিজ মনসুর আহমদ,হাফিজ সাজেদুল ইসলাম,সাজিদুল ইসলাম
মাদরাসার শুভাকাঙ্ক্ষী হাবিবুর রহমান লিটু প্রমুখ।
তাহফিজুল কোরআন একাডেমী বালাগঞ্জ, এর পাগড়ী প্রধান মাহফিলে বর্ণাঢ্য আয়োজনে হাযির হনতাহফিজুল কোরআন একাডেমীর নবীন-প্রবীণ ও প্রাক্তন ছাত্রবৃন্দ। প্রত্যেকেই মনের মাধুরি মিশিয়ে তাহফিজুল কোরআন একাডেমীর প্রতি সর্বোচ্চ ভালোবাসা রেখে স্বীয় অনুভূতি ব্যক্ত করেন। নূরে ভরপুর মাহফিলে নূরে ফুযালা ও প্রাক্তনদের পক্ষ থেকে বেশকিছু প্রস্তাবনা পেশ করা হয়।
সবশেষে আখেরি মুনাজাতের মাধ্যমে নূরে ভরপুর মাহফিলে নূরের সমাপ্তি হয়।