বরিশাল :
সুদরবন দিবস ২০২৫ উপলক্ষ “সুদরবন রক্ষার দাবিত” শুক্রবার সকালে বরিশাল অশ্মিনি কুমার টাউনহলর সামন মানববন্ধন এবং বরিশাল রিপার্টার্স এইউনিটির হলরুম একটি নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।প্রান্তজন, এ্যাকশনএইড বাংলাদশ, জাস্ট এনার্জি ট্রানজিশন নটওয়ার্ক বাংলাদশ, বরিশাল বিভাগীয় পরিবশ ও জনসুরক্ষা ফাারাম এবং আরাহি এর যৗথ উদ্যাগ আয়াজিত এই কর্মসূচিত জলবায়ু পরিবর্তন, জীববচিত্র্য সংরক্ষণ এবং টকসই উনয়নর প্রক্ষাপট সুদরবনর গুরুত্ব তুল ধরা হয়।
মানববন্ধন বক্তারা বলন সুদরবন শুধু একটি বন নয়, এটি উপকূলীয় অঞ্চলর লক্ষাধিক মানুষর জীবন-জীবিকার সাথ সরাসরি জড়িত। জলবায়ু পরিবর্তনর বিরপ প্রভাব থক দশক রক্ষা করত হল সুদরবনক রক্ষার কানা বিকল্প নই।
জেটনট-বিডি’র বরিশাল বিভাগীয় সম^য়ক প্রান্তজন ট্রাস্টর নির্বাহী পরিচালক তহিদুল ইসলাম শাহাজাদা জানান, জাস্ট এনার্জি ট্রানজিশন নটওয়ার্ক বাংলাদশ সুদরবন রক্ষার লক্ষ্য নীতি-পর্যায় আলাচনা ও জনসচতনতা বদ্ধির কার্যক্রম অব্যাহত রাখব।