• ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সুন্দরবন দিবস ২০২৫ র‍্যালি ও আলোচনা সভা।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৪, ২০২৫, ১৭:১৮ অপরাহ্ণ
সুন্দরবন দিবস ২০২৫ র‍্যালি ও আলোচনা সভা।

স্টাফ রিপোর্টার:
আজ ১৪ ফেব্রুয়ারী শুক্রবার বেলা ১০ ঘটিকায় “বাচাঁই সুন্দর বন” বর্জন করি প্লাস্টিক ”
এই প্রতিপাদ্যকে সানে রেখে বামনা উপজেলা যুব ফোরাম এর সার্বিক তত্ত্বাবধানে একটি বর্নাঢ্য র‍্যালি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে আলোচনা করেন।
আজ ১৪ ফেব্রুয়ারী সুন্দর বন দিবস অনুষ্ঠানে অংশ গ্রহন করেন মোঃ নাসির মোল্লা সদস্য উপজেলা নাগরীক ফোরাম সভাপতি বামনা উপজেলা মফস্বল সাংবাদিক ফোরাম ,মোঃ মাসুদ রেজা ফয়সাল সিঃ সহসভাপতি মফস্বল সাংবাদিক ফোরাম, মোঃ মিজানুর রহমান,
মোঃ রুবেল সুন্দর বন প্রকল্প বামনা উপজেলা যুব ফোরাম ও স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,
বিশ্বের অন্যতম এ ম্যানগ্রোভ বন বাংলাদেশের গর্ব।
কেবল বাংলাদেশই নয় সারা বিশ্বই চায় সুন্দর বন বেচেঁ থাকুক অনন্তকাল।
২০০১ সাল থেকে এই দিবসটি পালিত হচ্ছে।
সুন্দর বনকে ভালবাসার প্রতিজ্ঞা নিয়েই সুন্দর বন সংলগ্ন জেলাগুলোতে পালিত হচ্ছে সুন্দর বন দিবস।
এর ধারাবাহিকতায় বরগুনার বামনা উপজেলার যুব ফোরাম আয়োজন করেন এ সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভার।