স্টাফ রিপোর্টার:
আজ বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ এর অডিটোরিয়ামে বেলা ১০ ঘটিকায় ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি’র আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব নুরুল ইসলাম মনি ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপি।
কর্মী সভায় উপস্থিত জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কী নির্বাচন চান? এ সময় জনতা হাত উঁচিয়ে নির্বাচন চান বলে আওয়াজ তোলেন।‘
তিনি বলেন, জাতিসঙ্ঘ বলেছে-ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে মানুষকে গুলি করে মারা হয়েছে। দেশের ব্যাংকগুলোর টাকা পাচার করে লুট করে নিয়েছে, নির্বাচনের নামে মানুষকে জিম্মি করে দিনের ভোট রাতেই করেছে ক্ষমতার লোভে। ক্ষমতায় টিকের থাকার জন্য ফ্যাসিস্ট হাসিনা ৫০ হাজার মানুষকে তারা গুলি করে আহত করেছে।
বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো: মামুন খানের সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এনায়েত কবীর হাওলাদার, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য রুহুল আমীন প্রমুখ।
সভা সঞ্চালনায় ছিলেন ডৌয়াতলা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ আবু সালেহ হাওলাদার।