সোহাগ হাওলাদার,বরগুনাঃ
সুন্দরবন সুরক্ষায় পরিবেশগত ন্যায্যতা ও টেকসই সমাধানের দাবিতে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরগুনা প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ডোক্যাপ এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট নানা কারণ সুন্দরবনের অস্তিত্ব সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা সুন্দরবন রক্ষায় কার্যকর নীতি বাস্তবায়নের দাবি জানান।
সনাকের সভাপতি মনির হোসেন কামাল বলেন, ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়সহ ৭০টি পরিবেশবাদী সংগঠন এ দিনটিকে ‘সুন্দরবন দিবস’ ঘোষণা করে। বরগুনায় প্রথমবারের মতো সুন্দরবন দিবস উদযাপনের নেতৃত্ব দিয়েছিলেন জনাব জাকির হোসেন মিরাজ।
বরগুনা জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ বলেন, “এক সময় বরগুনার দক্ষিণাঞ্চল সুন্দরবনের অংশ ছিল। বন ধ্বংসের ফলে আজ আমরা পরিবেশগত বিপর্যয়ের মুখে। সুন্দরবন বাঁচাতে হলে আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
নাগরিক প্ল্যাটফর্মের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল বলেন, “সুন্দরবন কেবল আমাদের দেশেরই নয়, এটি বৈশ্বিক জলবায়ুর ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই এর সুরক্ষা নিশ্চিত করতে হবে।”
ডোক্যাপের নির্বাহী পরিচালক মাসুদ আলম বলেন, “জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরের আঘাতে সুন্দরবনের ৪০% ধ্বংস হয়েছে। এছাড়া, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে ভবিষ্যতে সুন্দরবনের ৭৫% অংশ হারিয়ে যেতে পারে।”
মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, স্বেচ্ছাসেবক, যুব সমাজ ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা অংশ নেন। ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে তারা ‘সুন্দরবন বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগান দেন।
বক্তারা সরকারের প্রতি সুন্দরবন সংরক্ষণের কার্যকর নীতিমালা গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানান।