• ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ


সারা বিশ্বে ধর্ষন ও নারীর প্রতি সহিংসতা বন্ধে চার শতাধিক স্বেচ্ছাসেবকের শপথ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৪, ২০২৫, ১৬:১০ অপরাহ্ণ
সারা বিশ্বে ধর্ষন ও নারীর প্রতি সহিংসতা বন্ধে চার শতাধিক স্বেচ্ছাসেবকের শপথ

বরগুনা জেলা প্রতিনিধি :
সারা বিশ্বের নারীদের প্রতি সহিংসতা বন্ধ করতে ও ধর্ষনের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়ে বরগুনায় শপথবাক্য পাঠ ও মোমবাতি প্রজ্জ্বালন করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যার পর বরগুনা সরকারি কলেজ প্রাঙ্গণে চার শতাধিক স্বেচ্ছাসেবকের উপস্থিতে উন্নয়ন সংস্থা জাগোনারী এ কর্মসূচি পালন করে।

এসময় বরগুনা সরকারি কলেজে শুরু হওয়া বরিশাল বিভাগের স্বেচ্ছাসেবকদের দুইদিনব্যাপী সম্মেলনে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ তথ্য উপস্থাপনে শিক্ষার্থীদের জন্য নির্মাণাধীন বাংলাদেশের সব থেকে বড় গ্লোব ঘিরে সারা বিশ্বের নারীদের প্রতি সহিংসতা বন্ধে ও শিশু আছিয়াসহ সারা বিশ্বের ধর্ষনের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানানো ও শপথবাক্য পাঠ করা হয়।

উল্লেখ্য, এ কর্মসূচি পালনের একদিন আগে মাগুরায় আলোচিত ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আছিয়া পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমায়। এরপরই শিশুটির এমন মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়ে দেশবাসী।