• ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ


বানারীপাড়ায় বোরো ফসলের ক্ষেত সবুজে সোভিত 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৫, ২০২৫, ১২:৪৫ অপরাহ্ণ
বানারীপাড়ায় বোরো ফসলের ক্ষেত সবুজে সোভিত 

এস মিজানুল ইসলাম, বানারীপাড়া(বরিশাল) সংবাদদাতা: বানারীপাড়া উপজেলার ৮ ইউনিয়নের ফসলের ক্ষেত সবুজে সোভিত। দিগন্ত জুড়ে  সবুজের সারিবদ্ধতা দেখা যায়। সমস্ত ফসলের ক্ষেত দেখে কৃষক ও দর্শকদের মনে এক দোলার সৃষ্টি করে। সকলের মুখে হাসি দেখা যায়। কৃষক দের সাথে আলাপে সবাই মনে করছেন যদি কোন প্রকৃতিক দুর্যোগ না হয়  তা হলে এ বছর বোরো আবাদের চাষে বাম্পার ফলন পাবো বলে আশা করছেন।

উপজেলা কৃষি সমপ্রসারণ অফিসার কৃষিবিদ তনয় সিংহ জানান, এ বছর বানারীপাড়া উপজেলায়   ২০২৪-২০২৫ অর্থবছরে মোট ৫৮৫৫ হেক্টর জমিতে বোরো আবাদের চাষ হয়েছে। বোরো আবাদের পাশাপাশি সরিষা ২০০,  হেক্টর, বিনা ৯ হেক্টর বারি (বিভিন্ন জাতের)১৪, ১৫ এবং ১৮ হেক্টর জমিতে চাষ হচ্ছে। এছাড়া ২০২৪-২০২৫ অর্থবছরে বাদাম, সৃর্যমুখী,সয়াবিন, মুগ ও খেসারি চাষ মাঠে রয়েছে। কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে বাম্পার ফলন হবে বলে তনয় সিংহ মনে করেন।#