• ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ


বালাগঞ্জে মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৫, ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ণ
বালাগঞ্জে  মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার ইফতার মাহফিল অনুষ্ঠিত

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি, সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার ১নং পূর্ব পৈলনপুর ইউনিয়নের হামছাপুর মাকড়সী কালীগঞ্জ মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ শুক্রবার মাদ্রাসার হল রুমে মাওলানা আব্দুস সামাদ এর মামাতো বোনের উদ্যোগে ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার কমিটির সভাপতি মো: তুতা মিয়া এর সভাপতিত্বে ও মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মিছবাহ উদ্দিন মিছলু’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন,যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক,মো:আফজল হোসেন, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মো: কামাল উদ্দিন, হামছাপুর মাকড়সী কালীগঞ্জ মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার
প্রতিষ্টাতা হেলাল আহমদ, মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার কমিটির সদস্য মো: মনছু মিয়া,মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার কমিটির সদস্য,মাওলানা কামাল মিয়া, এখলাছুর রহমান, হাফিজ লিয়াকত আলী, ফখরুল ইসলাম, মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার শিক্ষক মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আব্দুল গফফার সহ ছাত্র শিক্ষক এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।