• ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ


বেনাপোল পৌর ছাত্রশিবিরের ইসলামি জ্ঞান চর্চা অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৫, ২০২৫, ১৩:৫৮ অপরাহ্ণ
বেনাপোল পৌর ছাত্রশিবিরের ইসলামি জ্ঞান চর্চা অনুষ্ঠান

আব্দুল্লাহ, জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেনাপোল পোর্ট থানার উদ্যোগে রমজান মাস জুড়ে পৌরসভার সকল মক্তবে ইসলামি জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হল মক্তবের ছাত্র-ছাত্রীদের ইসলামি জ্ঞান অর্জনে উৎসাহিত করা এবং তাদের মধ্যে ধর্মীয় শিক্ষার প্রসার ঘটানো। এই উদ্যোগের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা ইসলামি শিক্ষায় আরও দক্ষ হয়ে উঠবে এবং ভবিষ্যতে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেনাপোল ছাত্রশিবিরের সভাপতি মাহদী হাসান। তিনি এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরে বলেন, ইসলামি শিক্ষা অর্জনের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা নৈতিক ও আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হবে, যা তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার সভাপতি, বেনাপোল থানা ছাত্রশিবিরের সাংস্কৃতিক সম্পাদক, দাওয়া সম্পাদক এবং পৌরসভার অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ। তারা এই মহৎ উদ্যোগের প্রশংসা করে বলেন, ইসলামি শিক্ষার প্রসার ও প্রচারে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই প্রতিযোগিতার মাধ্যমে মক্তবের ছাত্র-ছাত্রীরা ইসলামি জ্ঞান অর্জনের পাশাপাশি তাদের মেধা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এই উদ্যোগ নিঃসন্দেহে সামাজিক ও ধর্মীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলের প্রত্যাশা।

এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন আয়োজ করা।