স্টাফ রিপোর্টার ॥ দাবী আদায় না হলে নৌযান ধর্মঘটের হুশিয়ারী দিয়েছে বাংলাদেশ নৌ যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন ও বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন। দাবীগুলোর মধ্যে রয়েছে ২৩ রমজানের মধ্যে নৌ যান শ্রমিকদের গেজেট অনুযায়ী লাইটারেজ জাহাজ, বাল্কহেড, যাত্রীবাহী লঞ্চসহ সকল নৌযান শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে পটুয়াখালীর গলাচিপায় এই হুশিয়ারী প্রদান করা হয়। এ সময় তারা গত নভেম্বরে মেঘনা নদীতে স্পীড বোর্ড ও মাছ ধরার ট্রলারের মুখোমুখি সংর্ঘষে ৫ জন নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি গোলাম কিবরিয়া মিজি ও শাহাদাত প্রধানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান হয়। কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবুজ সিকদার মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক চুন্নু মাস্টার, বাংলাদেশ নৌ যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মাহাফুজুর রহমান সাগর, সহ সভাপতি সিপন পালয়ান, পটুয়াখালী জেলা শাখার সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক জাফর হাওলাদার প্রমুখ।