• ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ


বোরহানউদ্দিনে বাড়ি নির্মাণকাজের জন্য চাঁদা না দেওয়ায় হুমকি,ঘর উত্তোলনে বাধা ও হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৭, ২০২৫, ১৭:১৮ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে বাড়ি নির্মাণকাজের জন্য চাঁদা না দেওয়ায় হুমকি,ঘর উত্তোলনে বাধা ও হামলার অভিযোগ

ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিনের টগবি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে চাঁদা না দিতে পারায় হামলা, নিজের ক্রয়কৃত জমিতে ঘর উত্তোলনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্বপন ফরাজী,যুবদল নেতা মাসুম,জায়েদ,জিসান সহ কয়েকজনের বিরুদ্ধে।
এমন অভিযোগ করেছেন ওই ইউনিয়নের ক্রয় সূত্রে জমির মালিক মোঃ জাহাঙ্গীর আলম।
১৭ই মার্চ সোমবার সাংবাদিকদের অভিযোগ করে তিনি বলেন,আমার নিজের ক্রয়কৃত সম্পত্তি আমি দীর্ঘদিন ধরে ভোগ করে আসছি,তিনি জানান আজ থেকে প্রায় ২৫ বছর আগে ২০০০ সালে বর্তমান বিএস খতিয়ান ৩১৬০ এর বিএস দাগ ৫০৩,৫০৫, ৪৮৭ এসএ দাগ ৩৫৮,৩৬৭,৩৬৮ এর ২৬ শতাংশ জমি আমি বাবুল ফরাজী নামে এক ব্যক্তির কাছ থেকে ক্রয় করি,ক্রয় করার পর থেকে ওই জমি আমি দীর্ঘদিন ভোগ দখল করে আসছি এবং গত ফেব্রুয়ারি মাসে জমিতে ঘর উত্তোলন করতে গেলে ২৬ শতাংশ জমির মধ্যে ১.২১ শতাংশ জমিতে ঘর উত্তোলনের সময় স্বপন ফরাজী,জিসান,মাসুম আমাকে বাধা দেয় এবং মাসুম আমার কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা দাবি করে,আমি চাঁদা না দিতে পারায় তারা আমার ঘর উত্তোলন বন্ধ করে দেয়।
তিনি বলেন,আমি একটি স্কুলের পিয়ন পোস্টে চাকরি করি ১ লাখ টাকা কোথায় থেকে দেব,তারা বারবার চাঁদা দাবী করলে আমি না দিতে পারায় ১৫ থেকে ২০ জন লোক নিয়ে এসে আমাকে হুমকি দিয়ে কাজ বন্ধ করে দেয় এবং আমাদের উপর হামলা করে,আমি এর বিচার চাই এবং আমার জায়গায় আমি কাজ করতে চাই,এ সময় তিনি বলেন,অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় আমাদের আতঙ্কে দিন কাটছে,তারা বিএনপি’র নাম ভাঙ্গিয়ে আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে,আমাদের পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।
জাহাঙ্গীর আলম আরো বলেন,মাসুম আমাদের বলেছেন ১ লাখ টাকা দেওয়ার পর তিনি জমিতে দাঁড়িয়ে থেকে ঘর উত্তোলন করে দেবে কিন্তু আমরা বলেছি আমাদের জমি চাঁদা দেবো কেন।
তারা বলেন,৫ ই আগস্ট এর পর মনে করেছিলাম স্বাধীনতা পাব কিন্তু নিজের সম্পত্তিতে যদি ঘর চাঁদা দিয়ে করতে হয় তাহলে কোথায় যাব আমরা,চাঁদাবাজদেরর হাত থেকে বাঁচতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করলে,চাঁদার বিষয়ে একাধিক লোক অভিযোগ করেন অভিযুক্তদের বিরুদ্ধে,তারা অভিযুক্তদের শাস্তিও কামনা করেন।
এ ব্যাপারে অভিযুক্ত স্বপন ফরাজির কাছে জানতে চাইলে তিনি বলেন,আমি জমি চাইনা তবে জাহাঙ্গীর আলম আমার ভাইয়ের থেকে জমি কিনেছে সেখানে আমার বোনের ওয়ারিশ আছে,তারা সেই জমি চাচ্ছে,এই একই কথা দাবি করেন অভিযুক্ত জায়েদ ও জিসান।
অভিযুক্ত মাসুম বলেন,আমি ঘটনাস্থলে গিয়েছি বিষয়টি মীমাংসার জন্য তবে কোনোরকম চাঁদা চাইনি বা দলীয় নাম ভাঙ্গিয়ে কোন কিছু করিনি,তার নামে যে অভিযোগ রয়েছে সেটি সত্য নয় বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ সিদ্দিকুর রহমান বলেন,এখন পর্যন্ত অভিযোগ পাইনি,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।