মেহেন্দিগঞ্জ প্রতিনিধি :
আজ মঙ্গলবার বাদ আসর আবদুল্লাহপুর জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেন্দিগঞ্জ পৌর শাখার আয়োজনে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় । মেহেন্দিগঞ্জ পৌর জামায়াতের আমীর মাওঃ মোঃ আমানুল্লাহ বাকেরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক কেন্দ্রীয় শুরা সদস্য ও বরিশাল জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ ফোরামের সভাপতি মোঃ সগির বিন সাঈদ, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম, ঢাকাস্থ মেহেন্দিগঞ্জ ফোরামের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল জেলা কর্মপরিষদের শুরা সদস্য মাওলানা সাইফুর রহমান, বরিশাল শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি এডঃ জহিরউদ্দীন ইয়ামীন, মেহেন্দিগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র জিয়াউদ্দিন সুজন সহ জামায়তে ইসলামীর স্থানীয় নেতৃত্ববৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের জামায়াতের নেতাকর্মীবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আল্লাহর আইন যদি এই পৃথিবীতে আসে তাহলেই এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে । বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে চায়। বিগত বছরগুলোতে আপনারা ভালো ছিলেন না, আমরা দেখেছি বিদেশে অনেক অর্থ -সম্পদ পাচার হয়েছে। আমরা সেই দেশ আর দেখতে চাই না। বিভিন্ন এলাকায় হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি শুরু হয়েছে, আমরা এই দেশে আর এই অন্যায় কার্যক্রম দেখতে চাই না। এসময় তিনি ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।