স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : জুলাই-আগস্ট গণহত্যার অন্যতম হোতা সাভার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেলকে (৩৫) গোপালগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
দীর্ঘ ৮ ঘন্টার অভিযান শেষে আজ মঙ্গলবার (১৮ মার্চ) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার চর গোবরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু সালেহ্ মো. আনসার উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত সাভার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল একাধিক মামলার আসামি।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু সালেহ্ মো. আনসার উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারি সাভারের জুলাই-আগস্ট গণহত্যার অন্যতম হোতা সাভার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রুবেল ৫ আগস্টের পর গোপালগঞ্জে আত্মগোপনে রয়েছে। পরে পুলিশ সুপার মো. মিজানুর রহমানের তত্বাবধানে জেলা ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু সালেহ্ মো. আনসার উদ্দিন ডিবি ও সদর থানা পুলিশকে সঙ্গে নিয়ে সোমবার রাত সাড়ে ১০টা থেকে অভিযান শুরু করে। দীর্ঘ ৮ ঘন্টার অভিযানের পরে মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চর গোবরা এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ওই কর্মকর্তা আরও জানান, ছাত্র ও নিরীহ জনতার ওপর চালানো হত্যাযজ্ঞের মুল হোতা গ্রেফকারকৃত রুবেল সাভার মডেল থানা এলাকায় সংগঠিত হত্যাযজ্ঞের এজাহারভুক্ত একাধিক মামলার পলাতক আসামি। সে এলাকার খুনি ও সন্ত্রাসী উপজেলা চেয়ারম্যান সমর ও রাজিবের ডান হাত নামে পরিচিত। রুবেলেকে সাভার থানায় রুজু হওয়া মামলাগুলোর তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তরের বিষয়টি প্রকিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা। #