যবিপ্রবি প্রতিনিধি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইসলামিক কালচারাল সোসাইটির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে “রামাদান চেন্জ মাই এভরিথিং” প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারিতে মাসব্যাপী এ প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।
মাসব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রমজান মাসে কাযাবিহীন জামাতের সহিত নামাজ, সহীহ কোরআন তেলাওয়াত, হাদীস অধ্যায়নসহ ইসলামিক সাধারণ জ্ঞানের উপর বিষয়ভিত্তিক লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের বিবেচনা করে ৩৫ জনের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠানে ইসলামিক কালচারাল সোসাইটির বিভিন্ন আলোকচিত্র তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন, প্রক্টর অধ্যাপক ড. এস এম নুর আলম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসান। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মোঃ আমজাদ হোসেন ড. ইঞ্জি., আইসিটি সেলের পরিচালক ড. মোঃ ফরহাদ বুলবুল, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ।