বানারীপাড়া(বরিশাল)সংবাদদাতা: বৃহস্পতিবার ২০ মার্চ বেলা ১১ উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এনজিও বিষয়ক দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজিদুর রহমান। সভায় বানারীপাড়ার বিভিন্ন এনজিও সমূহের কর্মকর্তাগণ নিজ নিজ কার্যক্রম তুলে ধরেন। এসময় সভায় সিদ্ধান্ত হয় যারা সরকারি সভায় অনুপস্থিত থাকবেনা তাদের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। সভায় বক্তৃতা করেন এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পদক এস মিজানুল ইসলাম, কারিতাসের মোঃ রফিকুল ইসলাম, ব্র্যাকের সোভন খান, বুরো বাংলাদেশের মো: আলমগীর, নাগরিক উদ্যোগের মোঃ মহসিন মিয়া প্রমূখ।
সভার শুরুতে এনজিও সমন্বয় পরিষদের সভাপতি গত ২৮ ফেব্রুয়ারি এটিএম মোস্তফা সরদারের অকাল মূত্যুতে মাগফিরাত কামনা করে দাড়িয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়।#