।
সাগর দাস, বাউফল উপজেলা, প্রতিনিধি
গণঅধিকার পরিষদের আহবায়ক মো:হাবিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার বিকালে বাউফল উপজেলার বাউফল নেছারিয়া ফাজিল মাদ্রাসায় এ দোয়া ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গণঅধিকার পরিষদ বাউফল উপজেলার আহবায়ক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাকিল আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক জনাব মো: সৈয়দ নজরুল ইসলাম লিটু, মোঃ মিজান হাওলাদার সহ সভাপতি গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর, মো: শাহআলম সিকদার সদস্য সচিব পটুয়াখালী জেলা , মোঃ ওমর ফারুখ আকন, সহ সাংগঠনিক সম্পাদক শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদ, মোঃ রাশেদুল ইসলাম রাশেদ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি(বরিশাল বিভাগ), মোঃ পারভেজ হওলাদার সভাপতি যুব অধিকার পরিষদ বাউফল উপজেলা, মোঃ হালিম মোল্লা সভাপতি, শ্রমিক অধিকার পরিষদ বাউফল উপজেলা।
ইফতার ও আলাচনা সভায় পটুয়াখালী জেলা আহবায়ক সৈয়দ নজরুল বলেন গণঅধিকার পরিষদ আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করবেন।
এসময় বাউফল উপজেলা গণ-অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ ও অনান্য সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।