• ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ


পূর্বশত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে গলধা চিংড়ি নিধন এর চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত অক্টোবর ৭, ২০১৯, ১৯:৩৮ অপরাহ্ণ
পূর্বশত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে গলধা চিংড়ি নিধন এর চেষ্টা

 

রাজাপুর উপজেলার ২নং শুক্তাগড় ইউনিয়নের, ৭নং ওয়ার্ড নারিকেলবাড়িয়া গ্রামের মোঃ জাহিদুল ইসলাম পান্না মোল্লার পুকুরে বিষ প্রয়োগ করে ৩০ কেজি গলধা চিংড়ি নিধন এর চেষ্টা চালায় দুর্বৃত্তরা। সোমবার আনুমানিক রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। ওই পরিবার এর কেউ বাসায় না থাকার সুযোগে পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা, জাহিদুল ইসলাম পান্না (মোল্লা) সংবাদিকদের বলেন নিজ পুকুরে সখের বসে মৎস চাষ করেন তিনি
রুই, কাতলা, বোয়াল, আইড়, সহো প্রায় ৩০ কেজি গলধা চিংড়ি ও আছে একই পুকুরে, বিষ প্রোয়গ এর ফলে ১০ কেজির মতো গলধা চিংড়ি মারা গেছে এবং আরো ক্ষয় ক্ষতির হবে বলে ধরনা করেছেন। তিনি সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসন এর হস্তক্ষেপ কামনা করেছেন।