নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে যুবদলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আড়াইশ কারাবরণকারী নেতাকর্মীকে
সম্মাননা প্রদান করা হয়েছে। জেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সন্মাননা স্বারক প্রদান করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়ার। রোববার বেলা ১১টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করাসহ বেলুন-ফেস্টুন উড়িয়ে দেয়া হয়। জেলা ও মহানগর বিএনপি কার্যলয়ের সামনে সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা যুবদল সভাপতি এ্যাড, পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন, সাধারণ সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন, জেলা যুবদল সম্পাদক এ্যাড. তছলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মামুন রেজা খান, সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ, সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাফিজ আহমেদ বাবলু, সিনিয়র যুগ্ম সম্পাদক মাওলা রাব্বি শামীম, মশিউর রহমান পলাশ, আ.ক.ম সামসুদ্দিন আজাদ ও কোতয়ালী ভারপ্রাপ্ত সভাপতি কবীর হোসেন প্রমুখ। ##