• ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

report71
প্রকাশিত নভেম্বর ৪, ২০১৯, ১৫:৫৩ অপরাহ্ণ
যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

dav

নিজস্ব প্রতিবেদক \ বরিশালের বাকেরগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৈশোর উন্নয়নে হব সচেতন শ্লেগানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এই প্রশিক্ষণের আয়োজন করেছে সেইভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় সেইন্ট বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আকমল হোসেন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিশুদের জন্য কর্মসূচীর প্রকল্প পরিচালক গোপাল চন্দ্র শীল।

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সেইভ দ্য চিলড্রেন এর ডেপুটি ম্যানেজার চয়ন কুমার তালুকদার ও শিশুদের জন্য কর্মসূচীর সেইন্ট বাংলাদেশের প্রকল্প কর্মকতা মোঃ শাকিল আহমেদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিশুদের জন্য কর্মসূচীর সেইন্ট বাংলাদেশের কলসকাঠি ইউনিয়ন ফ্যাসিলেটর শারমিন লুনা।

উপজেলার ৮৮টি মাধ্যমিক ও মাদ্রাসার ১৭৬ শিক্ষককে এই প্রশিক্ষণ প্রদান করা হবে। ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়নের ১২৮ জন শিক্ষককে এই প্রশিক্ষণ দেয়া হয়েছে।