মংচিন থান, কলাপাড়া (পটুয়াখালী) থেকে ঃ পটুয়াখালী জেলা কলাপাড়া উপজেলার তুলাতলী বৌদ্ধ বিহারে ০৫ নভেম্বর মঙ্গলবার যথাযথ ধর্মীয় মর্যাদায় বৌদ্ধদের মহাপুন্যময় অনুষ্ঠান দানশ্রেষ্ঠ, দানোত্তম শুভ কঠিন চিবর দানোৎসব দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানে ত্রিশরনসহ পঞ্চমশীল গ্রহন, বৌদ্ধ পূজা, অষ্ট উপকরণ সহ সংঘদান, কল্পতরুদান, কঠিন চিবর দান করা হয়। তুলাতলী বৌদ্ধ বিহারের অধ্যÿ ভদন্ত উ কোইন্দা মহাথের এর সভাপতিত্বে দনোত্তম শুভ কঠিন চিবর দানোৎসবে ধর্মদেশনা দান করেণ কক্সবাজার হারবাং শাক্যমনি বৌদ্ধ বিহারের বিহারাধÿ্য ধাম্মতাজা মহাথের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমখোলাপাড়া বিজয় রামা বৌদ্ধ বিহারের অধ্যÿ ভদন্ত উ চিতা মহাথের, মিশ্রিপাড়া পাড়া লোকাসুখ বৌদ্ধ বিহারের অধ্যÿ উ ত্তদামা মহাথের, কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের অধ্যÿ ভদন্ত উ ক্রানুত্রা মহাথের, ছাতনপাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যÿ উ পাইঞ্চাজোচা ও উ ইন্দ্রবংশ ভিÿু প্রমূখ।
উক্ত ধর্মীয় অনুষ্ঠানে পাঁচ শতাধিক নারী-পরুষ, দায়ক- দায়িকা উপস্থিতির মাধ্যমে সফল ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়।