২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, রবিবার

ভান্ডারিয়ায় ভাইয়ের দুই পা ভেঙেছে বড় ভাই

আপডেট: নভেম্বর ৮, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

ভাÐারিয়া প্রতিবেদক \ ভাÐারিয়া উপজেলার চরখালী গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার সকালে সাকায়েত হাওলাদার নামের এক যুবকের দুই-পা ভেঙে গুড়িয়ে দিয়েছে তারই আপন বড় ভাই ও ভাইপো। সাকায়েত হাওলাদার চরখালী গ্রামের মৃত হাতেম আলী হাওলাদার ছেলে। আহত সাকায়েত হাওলাদার এর স্ত্রী ফাতিমা বেগম জানান, তার স্বামী সকায়েত হাওলাদার বৃহস্পতিবার সকালে ঘর বের হলে পূর্ব পরিকল্পিত ভাবে বাড়ীর সামনে তারই আপন বড় ভাই মজিবর হাওলাদার ও ভাইপো শাহীন হাওলাদারসহ কয়েক ব্যক্তি মিলে লোহার রড ও দাও নিয়ে আকস্মিক ভাবে হামলা চালায়। এসময় সাকায়েত এর দুটি পা রড দিয়ে পিটিয়ে ভেঙে দেয়া হয় । তাকে আশংকা জনক অবস্থায় প্রথমে ভাÐারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। ভাÐারিয়া থানার অফিসার ইন চার্জ এস,এম মাকসুদুর রহমান জানান, এ ঘটনায় এখন অভিযোগ দাখিল করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network