• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

report71
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৩, ০৮:৪৫ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে এ দিবসটি পালন করে।

“আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ প্রতিপাদ্য নিয়ে আজ রবিবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কায্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল রহমান, বিআরটিএ এর অতিরিক্ত পরিচালক আবুল বাসার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল আলম বক্তব্য রাখেন।

এসময় বক্তরা সড়ক ও মহাসড়কে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানিয়ে বলেন, সড়ক আইন মেনে চললে দূর্ঘটনা কমে আসবে। এতে অনেক জীবন রক্ষা পাবে। #