নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত ২০২৪ সালের ৭ জানুয়ারি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল এর নেতৃত্বে বসুন্দিয়া মোড় বাজারে আনন্দ মিছিল করে বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতা কর্মীরা।
যশোর সদর উপজেলার বসুন্দিয়ার আনন্দ মিছিলটি যশোর-খেুলনা মহাসড়ক ও বসুন্দিয়া মোড় বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে সামবেশের করে। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কাশেম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আজিজুর রহমান, ০৪নং ওয়ার্ড সদস্য মোঃ আতিয়ার রহমান খান, ০৫নং ওয়ার্ড সদস্য মোঃ কাদের, ০২নং ওয়ার্ড সদস্য শওকত জাহান সুপ্ত, ০৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ০২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন, ০৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, শেখ ফারুক হোসেন মোঃ, আবুল হোসেন খান, রফিকুল ইসলাম খান, ইকবল খান, যুবলীগ নেতা, মোঃ কামাল হোসেন, অলিযার রহমান খান, মোঃ সিরাজুল ইসলাম, হাসিব আহম্মেদ ইমন, মোঃ নোমান হোসেন, ইকরাম গাজী, রোমেল খান, ছাত্রলীগ নেতা সাকিব খান, সাহাদ সরদার, সীমান্ত সহ বিভিন্ন ওয়ার্ড এর আওয়ামীলীগ ও অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।