২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

পাকিস্তানি পতাকা উড়ানো রাষ্ট্রদ্রোহিতার শামিল: যুব মৈত্রী

আপডেট: নভেম্বর ২৩, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

অতি সম্প্রতি বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের প্রথম খেলায় মিরপুর শেরে-ই-বাংলা নগর ক্রিকেট স্টেডিয়ামের দর্শক গ্যালারিতে কতিপয় কিছু ‘দর্শক’ পাকিস্তানের জার্সি ও পতাকা প্রদর্শন করে, যা সুপরিকল্পিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

বাংলাদেশ যুবমৈত্রীর সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স এবং সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ সানি আজ সোমবার এক যুক্ত বিবৃতিতে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের গণহত্যা এখনো বিস্মৃত হয়নি। ৭১-এ পাকিস্তান বাহিনী পরাজিত হলেও এদেশে তাদের দোসররা এখনও সক্রিয়। পাকিস্তান এখনও পর্যন্ত নিঃশর্ত ক্ষমা চায়নি এবং সে সময়ের লুণ্ঠিত সকল সম্পদ ফেরত দেয়নি।

নেতৃদ্বয় মনে করেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী চলাকালীন ক্রিকেট খেলাকে কেন্দ্র করে পাকিস্তানি পতাকা ও জার্সি প্রদর্শনের মধ্যে রাজনৈতিক দুরভিসন্ধি এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল।

নেতৃদ্বয় এহেন কর্মকাণ্ডে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান এবং ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের অনতিবিলম্বে খুঁজে বের করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

নেতৃদ্বয় আরো বলেন, পাকিস্তানি ষড়যন্ত্র রুখে দিতে দেশের যুব সমাজ ও সাধারণ মানুষকে আরো সতর্ক এবং সচেতন থাকতে হবে।

সংগঠনের দপ্তর সম্পাদক মিজানুর রহমান
স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network