১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

ঝালকাঠিতে প্যানেল চেয়ারম্যানসহ ৮ মাদক ব্যবসায়ী আটক

আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নলছিটি উপজেলায় অভিযান চালিয়ে মগড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জসিম হাওলাদারসহ ৮ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আমিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৪৭ পিস ইয়াবাসহ র‌্যাব তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ৪৮ হাজার ৪০০ টাকা, ১২টি মোবাইলফোন ও ১৯টি সিম উদ্ধার করা হয়।

আটকরা হলেন, উপজেলার উত্তর মগড় এলাকার সত্তার হাওলাদারের ছেলে মো. জসিম হাওলাদার (২৮), মোতালেব হাওলাদারের ছেলে মো. মিরাজ হাওলাদার (৩৪), আমিরাবাদ এলাকার মৃত সেকান্দার খানের ছেলে সাবেক ইউপি সদস্য মো. জামাল খান (৬০), মৃত আওয়াল মৃধার ছেলে আওলাদ হোসেন মৃধা (৪৮), মৃত ইনসাফ আলী তালুকদারের ছেলে মো. জলিল তালুকদার (৬২), পূর্ব রায়াপুর (বটতলা) এলাকার তোতা মিয়ার ছেলে মো. মিজানুর রহমান (৩৬), বরিশালের রূপাতলী এলাকার রফিজ উদ্দিন হাওলাদারের ছেলে মো. সেলিম হাওলাদার (৩৯), বাকেরগঞ্জের টেংরাখালী এলাকার মৃত নুরুল হক মৃধার ছেলে মো. কামরুল ইসলাম (৩৯)।

এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি মো. আব্দুল মোন্নাফ বাদী হয়ে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার সকালে র‌্যাব-৮ প্রেরিত এক ই-মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মগড় উইনিয়নের সাবেক মেম্বার তৌমুর রহমান বলেন, তার জমি দখল করে বাউন্ডারি করে দখল করে রেখেছে জসিম।

এ ঘটনায় আদালতে একটি মামলা চলমান রয়েছে।

অপর দিকে, রায়াপুর গ্রামের লিয়াকত আলী খানের কাছ থেকে টিউবওয়েল দেওয়ার নামে ৫০ হাজার টাকা নিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network