বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে হঠাৎ করেই শো-ডাউন দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে কিছু সময়ের মধ্যেই উত্তেজনা সৃষ্টি হয় কলেজ ক্যাম্পাসে।
শনিবার দুপুরের দিকে কলেজে আকস্মিক ভাবে প্রবেশ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও বিএম কলেজ ছাত্রলীগ নেতা আতিকুল্লাহ মুনিমের নেতৃত্বে কলেজের ১ম গেট থেকে শো-ডাউন শুরু হয়। পরে কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা। এসময় কলেজের নবীন শিক্ষার্থীদের কুশল বিনিময় করে ছাত্রলীগের নেতারা।
পরে কলেজের প্রশাসনিক ভবনে অধ্যক্ষের কক্ষে গিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা শিক্ষক পরিষদের নেতাদের সাথে কুশল বিনিময় করেন।
এসময় জেলা ছাত্রলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক তোহারুল ইসলাম কবির, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমাম জাহিদুল ইসলাম বাবু প্রমূখ।