নিজস্ব প্রতিবেদক:
আজ ছায়ানট ভবনে এক সাধারণ সভায় আগামী তিন বছরের জন্য বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে নজরুল সংগীত শিল্পী জোসেফ কমল রড্রিক্সকে সভাপতি ও একুশে পদক প্রাপ্ত শির্পী খায়রুল আনাম শাকিলকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়। কমিটিতে অন্যান্যর মধ্যে আরো রয়েছেন সহ-সভাপতি খিলখিল কাজী, ইয়াকুব আলী খান, যুগ্ম-সম্পাদক সালাহউদ্দিন আহমেদ, শারমিন সাথী ইসলাম ময়না, কোষাধ্যক্ষ করিম হাসান খান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক কল্পনা আনাম, প্রচার সম্পাদক বিজন চন্দ্র মিস্ত্রী, দফতর সম্পাদক দিপ্তী সমদ্দার দিপু, নির্বাহী সদস্য সেলিনা হোসেন, নাসিমা শাহীন ফ্যান্সী, সুমন মজুমদার, শহীদ খান, রেজা্উল করিম ও প্রমিতা দে।