• ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ববির আইন বিভাগ ছাত্র কল্যাণ সমিতির জিএস(২) রানা মন্ডল

report71
প্রকাশিত নভেম্বর ১৭, ২০১৯, ০২:৫৬ পূর্বাহ্ণ
ববির আইন বিভাগ ছাত্র কল্যাণ সমিতির জিএস(২) রানা মন্ডল

সানজিদা ইসলাম,ববি প্রতিনিধি।

গত ১৩ ও ১৪ নভেম্বর সরাসরি ভোটের মাধ্যমে শেষ হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অ্যালামনাই এ্যাসোসিয়েশন ও ছাত্র কল্যান সমিতির নির্বাচন। উক্ত নির্বাচনে মোট ৩৬ টি পদের বিপরীতে ৬০ জন প্রতিদ্বন্দ্বী অংশগ্রহণ করে।

গত ১৩ নভেম্বর, বুধবর বেলা ৩ টায় শুরু হয় ল’ অ্যালামনাই এর নির্বাচন। এতে প্রধান নির্বাচন কমিশনের দ্বায়িত্ব পালন করেন বিভগের চেয়ারম্যান সুপ্রভাত হালদার। এখানে ১৫ টি পদের বিপরীতে অংশগ্রহণ করে ৩৫ জন প্রার্থী।
পরদিন গত ১৪ নভেম্বর, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় আইন বিভাগ ছাত্র কল্যান সমিতির নির্বাচন। অত্র নির্বাচনে জিএস (২) পদে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন উজিরপুরের কৃতি সন্তান রানা মন্ডল আইন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র।
এছাড়াও রানা মন্ডল উজিরপুর ছাত্র কল্যান সমিতির সভাপতি হিসেবে ও সফলভাবে দায়িত্ব পালন করে থাকে।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ও আইন বিভাগের চেয়ারম্যান সুপ্রভাত হালদার বলেন, শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব সৃষ্টি ও গণতন্ত্র চর্চার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনের উদ্দেশ্যে আমাদের এই উদয়োগ। আশা করি সকলের সহযোগিতায় আমরা এই ধারা অব্যাহত রাখবো।