৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

মঠবাড়িয়ায় স্বর্ণ ও টাকা পয়সা নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও : থানায় জিডি

আপডেট: জুন ১৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় পাঁচ বছরের শিশু সন্তান, স্বর্ণ, মোবাইল ও টাকা পয়সা নিয়ে কুয়েত প্রবাসী স্বামীকে মিথ্যা মামলাসহ খুন জখমের হুমকি দিয়েছে এক গৃহবধু। এ ঘটনায় প্রবাসী দুলাল হাওলাদার গতকাল সোমবার রাতে জীবনের নিরাপত্তা চেয়ে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, পৌরশহরের ৮ নং ওয়ার্ড সবুজনগরের মৃত. মজিদ হাওলাদারের পুত্র কুয়েত প্রবাসী দুলাল হাওলাদার ২০১৪ সালে পাশর্^বর্তী ভান্ডারিয়া উপজেলার গালুয়া বাজার সংলগ্ন কাওছার মীরের কন্যা রুমা আক্তার সুমী (২৫) কে ইসলামী শরীয়ত অনুযায়ী বিয়ে করে। স্বামী দুলাল হাওলাদার বিয়ের পাঁচ মাস পর শ্রমিকের কাজ নিয়ে কুয়েতে চলে যায়। এর মধ্যে ওই দম্পত্তির মিশাল নামে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করে। এদিকে শ^শুর বাড়ীতে থাকাকালে গত এক বছর ধরে গৃহবধু রুমা আক্তার এলাকায় অশ্লীল চলাফেরাসহ মোবাইলে বিভিন্ন লোকজনের সাথে কথা বার্তা বলে আসছিল। স্বামী-শ^শুর বাড়ীর লোকজনের অনুমতি ছাড়াই নিজের ইচ্ছামত আত্মীয় স্বজনের কথা বলে বিভিন্ন জায়গায় ১০/১৫ দিন গিয়ে থাকত। বিদেশে থাকাকালে সুকৌশলে স্বামী দুলালের কাছ থেকে স্ত্রী রুমা আক্তার বিভিন্ন সময় ওয়েস্টার্ন ইউনিয়ন (কুয়েত) গোপন নম্বরের মাধ্যমে ২ লাখ ৫০ হাজার টাকা আপন ফুফা রায়েন্দার বাসিন্দা নুরুল ইসলামের কাছে প্রেরণ করতে বলে। টাকা আসার পর পরবর্তীতে ওই টাকা রুমা আত্মসাৎ করে। চলতি বছরের ৯ জানুয়ারী গৃহবধু রুমা ৮ ভরি স্বর্ণ ও দুইটি এন্ড্রয়েট মোবাইল সেটসহ প্রবাসী স্বামীর পাঠানো টাকা পয়সা ও মালামালসহ পুত্র মিশালকে নিয়ে পালিয়ে যায়।
গত ২২ মে প্রবাসী দুলাল কুয়েত হতে দেশে এসে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার পর স্ত্রীর সাথে যোগাযোগ করে ঘরে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর বিভিন্ন মোবাইল নম্বর দিয়ে কুয়েত প্রবাসী স্বামী দুলালকে তার ঘর সংসার করবে না এবং কাবিনের দুই লাখ টাকা দেওয়ার জন্য চাপ দেয়। তালাক ও কাবিনের টাকা না দিলে যৌতুক মামলাসহ বিষ খাওয়াইয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যার হুমকি দেয়। এরপর গতকাল সোমবার রাতে সে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ.জ.ম মাসুদুজ্জামান মিলু জিডির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network