১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

আসন্ন ইউপি নির্বাচন : নতুন পুরাতন প্রার্থীরা চষে বেড়াচ্ছে বাবুগঞ্জ

আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারনায় সরগম হয়ে উঠেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬ টি ইউনিয়নের জনপদ। এ উপজেলার সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যেই দোয়া চেয়ে ও ইংরেজী নবর্বর্ষ ও ভাষা দিবসের শুভেচ্ছা জানিয়ে এলাকায় ব্যানার পোস্টার টানিয়েছে । সদ্য সমাপ্ত পৌর র্নিবাচনে আ’লীগের বিজয়ের ঢেউ লেগেছে বাবুগঞ্জ উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদে। উপজেলা জুড়ে এখন বইছে নির্বাচনী হাওয়া। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি ও কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি বেগম সেলিনা রহমান এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু’র নির্বাচনীয় এলাকার কারণে এখানে নির্বাচনে জয়ী হওয়া অনেক গুরুত্বপূর্ন বলে মনে করছেন সবাই। চেয়্যারমান পদে আওয়মীলীগের সর্মথন পেতে অনেকেই মরিয়া হয়ে উঠেছেন। আর একারণেই মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বিরাজ করছে উৎকন্ঠা। এখন আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছেন কারা পাচ্ছেন উপজেলার ৬ টি ইউনিয়নের আওয়ামীলীগের দলীয় মনোনয়ন। এছাড়াও স্থানীয় ভাবে চেয়ারম্যান পদে,বিএনপি,ওর্য়ার্কাস পার্টি এবং জাতীয় পার্টি দলীয় ভাবে প্রার্থী দেওয়ার বিষয়টিও বরাবরের মত এবারও শোনা যাচ্ছে। সূত্রে জানাগেছে, বিএনপি,ওয়ার্কার্স পার্টি ও জাতীয় পার্টিতে কোন্দল নেই। বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে পরার আশংক্ষা রয়েছে ক্ষমতাসীন আ’লীগে। প্রত্যেক ইউনিয়নেই রয়েছে ক্ষমতাশীন দলের একাধিক সম্ভাব্য প্রার্থী। এরা প্রত্যেকেই দলীয় মনোনয়ন পাওয়ার আশায় পুরোদমে চালাচ্ছে প্রচার প্রচারণা। আ’লীগ সূত্রে জানাগেছে, উপজেলার ৬ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী মনোনয়ন নিশ্চিত করবেন বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্। যে কারণে ইতিমধেই বাবুগঞ্জ উপজেলায় ৬ টি ইউনিয়নের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে জেলা আওয়ামীলীগ বরাবরে ৫২ জন প্রার্থী আবেদন দাখিলে করেছে বলে জানিয়েছেন উপজেলা আ’লীগ দপ্তর সম্পাদক বাবু পরিতোষ চন্দ্র পাল। যাহা অতিতেরে রেকর্ড ছাড়িয়েছে। কিন্তু জেলা আওয়ামীলীগ যাচাই বাছাই করে ৬ ইউনিয়নে ৬ জনকে দলীয় মনোনয়ন দিবেন বলে জানাগেছে। তাই এসব প্রার্থীরা তাকিয়ে আছেন জেলা আ’লীগের সভাপতি ও সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর মুখের দিকে। এ দিকে দু’একজন ছাড়া এখনও প্রচার প্রচারনায় নিশ্চুপ বিএনপির অন্য প্রাার্থীরা। জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মাধাবপাশা ইউনিয়নে বেশ প্রচারণায় আছেন সদ্য জাতীয় পার্টিতে যোগদানকৃত নেতা আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান। এছাড়াও দেহেরগতি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন সজল কাজী ও চাঁদপাশা ইউনিয়নের সম্ভাব্য প্রার্থী হিসেবে নাম শোনা যাচ্ছে উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ শফিউল আজম। ওর্য়াকাস পার্টির মধ্যে নাম শোনা যাচ্ছে রহমতপুর ইউনিয়নের উপজেলা ওয়াকার্স পার্টির সম্পাদক মোঃ সাহিন হোসেন,ও দেহেরগতিতে ওয়ার্কার্স পার্টির সদ্য যোগদানকৃত নেতা রকিবুল ইসলাম রনি খান। সরেজমিনে অনুসন্ধানে জানা যায়, বাবুগঞ্জ উপজেলায় স্বাধীনতার পর থেকে সংসদ নির্বাচনে যেতে ক্ষমতাসীন অ’লীগ বিএনপির চাইতে ভোটের লড়াইয়ে পিছিয়ে থাকলেও বর্তমানে দীর্ঘ মেয়াদে আওয়ামীলীগ ক্ষমতায় থাকার সে সংকট কাটিয়ে বর্তমানে বাবুগঞ্জ উপজেলায় আওয়ামীলীগের একটি শক্ত অবস্থান সৃষ্টি হয়েছে। যা কাজে লাগিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৬ টি ইউনিয়নের ৪ টিতেই চেয়ারম্যান পদে আ’লীগের প্রার্থীদের বিজয়ী হওয়ার সম্ভাবণা রয়েছে বলে জানান স্থানীয় ভোটাররা। এদিকে আসন্ন নির্বাচনে ৬ টি ইউনিয়নে আওয়ামীলীগের চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে এদের মধ্যে উল্লেখ যোগ্যরা হলেন ১নং জাহাঙ্গীর নগর ইউনিয়নে বর্তমান চেয়্যারমান সরদার তারিকুল ইসলাাম তারেক, ইউনিয়ন আ’লীগের যুগ্ন-সম্পাদক ছানাউল হক মিয়া, ইউনিয়ন আ’লীগের যুগ্ন-সম্পাদক এম আর বাদল বিশ্বাস। ২নং কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে এদের মধ্যে উল্লেখ যোগ্যরা হলেন, বর্তমান চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী, উপজলো আওয়ামীলীগ সদস্য মোঃ নূরুজ্জামান জামাল ফকির, ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ শাহজাহান আকন্দ, সাধারণ সম্পাদক মাহবুব আলম মাসুম মৃধা। ৩নং দেহেরগতি ইউনিয়নে চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে এদের মধ্যে উল্লেখ যোগ্যরা হলেন, বর্তমান চেয়্যারমান ও আ’লীগ নেতা মোঃ মশিউর রহমান, ইউনিয়ন আ’লীগের সাধারণ সস্পাদক কাজী জসিম উদ্দিন শুভ, ছাত্রলীগ ভার-প্রাপ্ত সভাপতি মোঃ আবু সুফিয়ান। ৪নং রহমতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে এদের মধ্যে উল্লেখ যোগ্যরা হলেন, বর্তমান চেয়ারম্যান ও আ’লীগ নেতা আলহাজ্ব সরোয়ার মাহমুদ, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মৃধা মু.আক্তারুজ্জামান মিলন, যুগ্ন-সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন। ৫নং চাঁদপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে এদের মধ্যে উল্লেখ যোগ্যরা হলেন, বীর-মুক্তিযোদ্ধা ও আ’লীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ী , ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, যুবলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম বাবু। ৬নং মাধবপাশা ইউনিয়নে চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে এদের মধ্যে উল্লেখ যোগ্যরা হলেন, বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগ সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স¦পন, যৃবলীঘ সাংগঠনিক সম্পাদক হাসানূর রহমান খান। তবে আওয়ামী লীগের স্থানীয় এক সূত্র জানায়, অনেকে মনে করছেন আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া গেলে জয় সহজ হবে। যে কারণে একটি ইউনিয়ন থেকে দলীয় মনোনয়ন পেতে সর্বোচ্চ ১০ জন পর্যন্ত চেষ্টা চালাচ্ছেন। তাই প্রার্থী বাছাইয়ে হিমশিম খেতে হচ্ছে। স্থানীয় নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। উপজেলা আওয়ামী লীগের এক নেতা বলেন, প্রতিটি ইউনিয়নে দলের একাধিক প্রার্থী রয়েছে। আমরা যাচাই-বাছাই করে যোগ্য ব্যক্তিকে দলের প্রার্থী করার চেষ্টা করছি। বাবুগঞ্জের তৃণমূলের ভোটাররা বলেন, ‘শুধু দল দেখে ভোট হবে না। প্রার্থীও ভালো হতে হবে। ভদ্র , সভ্য ও ন্যায়পরায়ণ একজনকেই চেয়ারম্যান হিসেবে বেছে নেবেন ভোটাররা।’

 

 

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network