১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

৫২ ভাষা আন্দোলনের মধ্যদিয়ে স্বাধীনতার বীজ বপন করেছিলেন বঙ্গবন্ধু-পংকজ নাথ এমপি

আপডেট: মার্চ ২, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জ
মেহেন্দিগঞ্জে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মধ্যদিয়ে স্বাধীনতার বীজ বপন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পাকিস্তানের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ২৩ বছরের আন্দোলনের ফসল স্বাধীন বাংলাদেশ। বঙ্গবন্ধুকে প্যারোলে মুক্তি দিয়ে পাকিস্তানে যাওয়ার প্রসঙ্গে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের একটি সিদ্ধান্তই বাংলাদেশের রূপ পাল্টে দিয়েছিলো। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশ হতে পারে না। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম ভুলু, মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, উপজেলা প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন মোল্লা, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার দাস, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদাত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা নাগরিক কমিটির আহবায়ক সাংবাদিক জাহিদুল বারি খোকন, সাংবাদিক আবুল কালাম, প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার গুহ, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, মহিউদ্দিন তালুকদার, মনির হাওলাদার, কাজী শহীদুল ইসলাম, আবদুল জলিল, আবদুল কাদের ফরাজি, শেখ শহিদুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, পৌর কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন ইউপি সদস্যবৃন্দ সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network