৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

বোরহানউদ্দিনে আ’লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত; অংশগ্রহণ করেছেন কয়েক হাজার মানুষ

আপডেট: এপ্রিল ২৭, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

শাহরিয়ার হিমু, বোরহানউদ্দিন প্রতিনিধি: একটি সাধারণ পরিবারের সন্তান হয়েও রাজনৈতিক পরিমণ্ডলে মানুষের যে ভালোবাসা পেয়েছি তার ঋণ কখনো পরিশোধ হবার নয়। এ ভালোবাসার কারণে আমি একাধিকবার এ আসনে এমপি হয়েছি। মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছি। এ এলাকার মানুষের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই। যতদিন বেঁচে আছি মানুষের কল্যাণে কাজ করে যাবো।

বুধবার বোরহানউদ্দিন ঈদগাহ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে মুঠোফোনে মুঠোফোনে যুক্ত হয়ে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, সাবেক সফল বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমদ।

তিনি আরো বলেন, আমার অবর্তমানে এ আসনের প্রতিনিধি হিসেবে আলী আজম মুকুলকে আপনাদের হাতে তুলে দিয়েছি। এ আসনের এমপি হিসেবে ইতিমধ্যেই সে আস্থার প্রতিদান দিয়েছে। নিজ কর্মগুণে সে দক্ষতার পরিচয় দিয়েছে। তার প্রশংসা করলে গর্ভে আমার বুক ভরে যায়। তখন আমার মনে হয় প্রতিনিধি বিচার করতে আমি ভুল করেনি। এসময় তিনি নিজের অসুস্থতা্র জন্য দোয়ার চেয়ে সকলকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানান।

বিশেষ অতিথির বক্তৃতায় ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল বলেন, কিছু লোক ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের এ অপতৎপরতা রুখতে আওয়ামী লীগ ও সহযোগীসংগঠনের নেতৃবৃন্দকে কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করতে হবে। সকল ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে, দলের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন হায়দারের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম

ইফতার মাহফিলে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান, দৌলতখান পৌরসভার মেয়র মো. জাকির হোসেন তালুকদার,ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, ওসি মো. শাহীন ফকির, পৌর কাউন্সিলর, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network