১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

বাকেরগঞ্জে রাতের আঁধারে দুটি পরিবারের জমির মাটি কেটে রাস্তা নির্মাণ

আপডেট: মে ৩১, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

দানিসুর রহমান লিমন-
বরিশালের বাকেরগঞ্জে রাতের আঁধারে দুটি পরিবারের জমি দখল করে এক্সকাভেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি কেটে ওই জমির ওপর দিয়ে ব্যক্তিগত রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই দুটি পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

মোসাঃ শারমিন আক্তার ও মোঃ আলতাফ হোসেন বলেন, তারা বোয়ালিয়া সাকিনের ১৫০ নম্বর বোয়ালিয়া মৌজায় হাল ২৪৮ নং দাগে ৭১ শতাংশ জামির মালিক। এ জমি তারা সাবকবলা দলিল মূলে ভোগদখল করে আসছেন।

একই এলাকার হারুন হাওলাদার, কাদের হাওলাদার, ফারুক হাওলাদার ওই জমির উপর দিয়ে ব্যক্তিগত রাস্তা নির্মাণ করার জন্য তাদের জমি ক্রয় নয়তো টাকা দেয়ার প্রলোভন দেখায়। এতে তারা রাজি না হলে হারুন হাওলাদার, কাদের হাওলাদার, ফারুক হাওলাদার, রিয়াজুল ইসলাম রাজু ও নাজিম হাওলাদারসহ অজ্ঞাতনামা ৮-১০ জন গত রবিবার রাত ১১টা থেকে সোমবার ভোররাত পর্যন্ত তার জমির ওপর দিয়ে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে জোরপূর্বক রাস্তা নির্মাণ করেন।

এ সময় তারা ৪০-৫০ জন ভাড়াটে লোকসহ দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছেন। এতে তারা ও তাদের পরিবার নিয়ে নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন বলেও জানান।

এ বিষয়ে অভিযুক্ত হারুন হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

জানতে চাইলে থানার ওসি (তদন্ত) সত্য রঞ্জন খাসকেল বলেন, এ বিcষয়ে থানায় দুটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network