১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

পর্যটক ও দর্শনার্থীদের নিরাপদ রাখতে বরিশালে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময় সভা

আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

পর্যটক ও দর্শনার্থীদের নিরাপদ ও আনন্দপূর্ণ ভ্রমনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অংশীজনদের সাথে ট্যুরিস্ট পুলিশ বরিশাল জোনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বরিশালের অন্যতম পর্যটনস্পট দুর্গা সাগর পাড়ে ট্যুরিস্ট পুলিশ বরিশাল জোনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন,বরিশালের পর্যটন স্পট গুলোর মধ্যে অন্যতম একটি স্পট হচ্ছে ঐতিহ্যবাহী দূর্গা সাগর । এ দীঘিটি দেখতে দেশ বিদেশ থেকে শতাধিক মানুষের সমাগম হয় প্রতিদিন।১৭৮০ খ্রিস্টাব্দে স্থানীয় জনগণের পানি সঙ্কট নিরসনে এ দীঘিটি খনন করেন চন্দ্রদ্বীপের পরগনার তৎকালীন রাজা শিব নারায়ন। স্ত্রী রানী দূর্গাবতী একবারে যতদূর পর্যন্ত হেঁটে গিয়েছিলেন ততদূর পর্যন্ত তৎকালীন সময়ে তিন লাখ টাকা ব্যয়ে এ দীঘি খনন করা হয়। আর রানী দূর্গাবতীর নামেই দিঘীটির নামকরণ করা হয় দূর্গা সাগর। দিঘী খননে এক রাতে রানী প্রায় ৬১ কানি জমি হেঁটেছিলেন।

এ সময় তিনি আরও বলেন, সরকারি হিসাব অনুযায়ী দীঘিটি ৪৫ একর ৪২ শতাংশ জমিতে অবস্থিত। এর ২৭ একর ৩৮ শতাংশ জলাশয় এবং ১৮ একর চার শতাংশ পাড়। এছাড়া দীঘির চারপাশ দিয়ে ১.৬ কিলোমিটার হাঁটার রাস্তা রয়েছে। পাড়টি উত্তর-দক্ষিণে লম্বা ১৪৯০ ফুট এবং প্রশস্ত পূর্ব-পশ্চিমে ১৩৬০ ফুট। দীঘিটির মাঝখানেই রয়েছে ছোট্র একটি দ্বীপ। যা এ দীঘির সৌন্দর্য আরও কয়েকগুন বাড়িয়ে তুলেছে।

এ সময় তিনি আরও বলেন,স্বপ্নের পদ্মা সেতু চালু হওয়ায় এ পর্যটন স্পটটির গুরুত্ব আরও বেড়ে গেছে।এখানে দিন দিন পর্যটকদের সমাগম বৃদ্ধি পাচ্ছে।এর মাধ্যমে এ অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন সাধিত হবে।যোগাযোগ ব্যাবস্থার আরো উন্নতি হবে।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন,পর্যটন ক্ষেত্রে অপার সম্ভাবনাময় একটি স্থান হচ্ছে বাংলাদেশ।প্রাকৃতিক সৌন্দর্য্য মন্ডিত এ দেশে টেকসই উন্নয়নের জন্য টেকসই নিরাপত্তার দরকার।পর্যটন পুলিশ সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পর্যটন স্পট গুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পারলে দেশী-বিদেশী পর্যটকদের সমাগম বেশী হবে, জিডিপি বাড়বে।দেশের অর্থনীতির চাকা আরও সচল হবে।

এছাড়াও তিনি দূর্গা সাগর পাড়ে ঘুরতে আসা পর্যটকদের সার্বিক খোঁজ নেন এবং তাদের পাশে থেকে সব সময় সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা প্রদানের আশ্বাস দেন।স্থানীয় ব্যবসায়ীদের নিরাপত্তা সংক্রান্ত যে কোন বিষয়ে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করতে অনুরোধ জানান।পরে সাধারন ব্যবসায়ী ও স্থানীয়দের কাছে ট্যুরিস্ট পুলিশের ফোন নাম্বার দেন এবং এ পর্যটন স্পটের সার্বিক নিরাপত্তার জন্য সাধারন মানুষকে ট্যুরিস্ট পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান।

সময় অন্যান্যর মধ্যে আরও বক্তব্য রাখেন, ট্যুরিস্ট পুলিশ বরিশাল জোনের ইন্সপেক্টর মোঃ শহিদুল ইসলাম, মাধবপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন,সেক্রেটারী হাফিজ আহমেদ স্বপন,সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান খান,মাধবপাশা বাজার কমিটির সভাপতি ও বাবুগঞ্জ উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি দিলিপ কুমার রায় প্রমুখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাগর পাড়ে আগত দর্শনার্থী,স্থানীয় ব্যাবসায়ী সহ ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অন্যান্য পুলিশ সদস্যরা।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network