১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

গলাচিপায় দূর্গাপূর্জাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীও অনুষ্ঠান শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরই মর্ত্যে আসছেন দেবী দূর্গা।দিনরাত পরিশ্রম করে নিপুন হাতে তৈরি করছেন দেবী দূর্গাকে। আসছে আগামী ২৫ শে সেপ্টেম্বর মহালয়া এবং আগামী ৩০ শে সেপ্টেম্বর পঞ্চমী তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীও উৎরদীয় দূর্গাপূজার মুল আনুষ্ঠানিকতা শুরু হবে।
শিশির ভেজা দূর্বা ঘাসের উপর ঝড়ে পরা বকুল ফুল কুড়ানোর সময়টাতে মাতৃবন্দনায় মিলিত হবেন মাতৃভক্তবৃন্দ।ইতিমধ্যে শিল্পীদের দক্ষ হাতের ছোঁয়ায় পূর্নরুপে ফুটে উঠেছে দৃষ্টিনন্দন অধিকাংশ প্রতিমা।

গলাচিপা উপজেলায় চলছে প্রতিমা তৈরির কাজ।সারাদেশের মতো এই উপজেলা অনেক প্রতিমাশিল্পীকেও নিঘুম রাত কাটাতে দেখা যায়।সনাতন ধর্মাবলম্বী মাতৃভক্ত কুল পুজার ওই দিনগুলোর অপেক্ষায় প্রহর গুনছেন।ঢাকঢোল, বাঁশি, কাঁসর বাজনায় তালে তালে আরতি হবে, হবে গীতাপাঠ এবং ধর্মীও সংগীতানুষ্ঠান।এবছর দেবী দূর্গার আগমন গজে এবং ফিরবেন নৌকায়।

গলাচিপা পুজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমিত কুমার দত্ত মলয় , এ বছর ১২ টি ইউনিয়ন এবং একটি পৌরসভা মিলিয়ে ২৯ টি পুজা অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমহিউদ্দিন আল হেলাল ( অতিরিক্ত দায়িত্ব ) বলেন,শারদীয় দূর্গা পুজায় সরকারী নির্দেশনা যেটা আসবে সেটা মেনেই শারদীয় দূর্গা পালনের নির্দেশনা দেয়া হবে।অপ্রিতিকর ঘটনা এড়াতে মাঠে পুলিশ থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network