১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

গলাচিপায় অবশেষে সুস্থ হয়ে শ্রমিকরা নিজ কর্মস্থলে, খুশি পরিবারগুলো

আপডেট: জানুয়ারি ১১, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

তারিখঃ ১১ জানুয়ারী ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় গরু চুরির অপবাদ দিয়ে রাইস মিলের যে পাঁচ শ্রমিকেকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছিল তারা সুস্থ হয়ে নিজ কর্মস্থলে ফিরেছেন বলে জানা যায়। তারা বুধবার (১১ জানুয়ারী) সকাল ৯ টায় কাজে যোগ দেন। নির্যাতনের শিকার হয়ে রহিম খা (৬৫), বেল্লাল বিশ্বাস (৩০), আবু তালেব গাজী (৩৫), আলাউদ্দিন সরদার (৩৫) ও মোস্তফা (৫৫) গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ও বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তারা সবাই গলাচিপা পৌরসভার ৬ নং ওয়ার্ডের শাহজালাল রাইস মিলের শ্রমিক। তারা সুস্থ হয়ে কাজে ফেরায় স্বস্তি ফিরেছে নির্যাতনের শিকার ওই শ্রমিকদের পরিবারগুলো। কাজ করলেই তাদের খাবার জুঁটে নতুবা না খেয়ে থাকতে হয়। তাই তাদের পরিবারগুলোর মাঝে সন্তুষ্টির ভাব লক্ষ্য করা গেছে। এ বিষয়ে শাহজালাল রাইস মিলের শ্রমিক সরদার রহিম খা সাংবাদিকদের জানান, আমরা সকলে সুস্থ হয়ে রাইস মিলে ফিরে এসে কাজে যোগ দিয়েছি। আমাদেরকে ডিম ও রুটি পড়া দেওয়া প্রতারক হুজুরকে গলাচিপা থানা পুলিশ গ্রেফতার করেছে। এ বিষয়ে শাহজালাল অটো রাইস মিলের মালিক মঞ্জু ফকির, সোহরাব তালুকদার ও সাহেব আলী বলেন, শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। তারা এখন সকলে সুস্থ। তাদের করা মামলায় আসামীকে গলাচিপা থানা পুলিশ গ্রেফতার করেছে। এভাবে আর কাউকে যেন হয়রানি না করা হয় এ বিষয়ে সকলের প্রতি জোর অনুরোধ জানাচ্ছি। এ ব্যাপারে গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, এ বিষয়ে মামলা হওয়ায় আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network