৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

সফলভাবে অপসারিত হলো জো বাইডেনের ক্যান্সার সংক্রমিত টিস্যু

আপডেট: মার্চ ৫, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

——————————————————হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র —প্রতিনিধিঃযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ত্বক থেকে সফলভাবে ক্যান্সার আক্রান্ত টিস্যু অপসারণ করা হয়েছে। এক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই বলে জানিয়েছেন তার চিকিৎসক। দায়িত্ব পালনের জন্য বর্তমানে পুরোপুরি সুস্থ তিনি। তবে নিয়মিত চালিয়ে যেতে হবে স্বাস্থ্য পরীক্ষা। খবর দ্য ওয়াশিংটন পোস্টের।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গত মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় ক্যানসার শনাক্ত হয়েছে। শুক্রবার (৩ মার্চ) হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্মকর্তা ও চিকিৎসকরা বলেন, বাইডেনের ক্যানসারে আক্রান্ত ক্ষতিগ্রস্ত টিস্যু তার বুক থেকে অপসারণ করা হয়েছে। এ বিষয়ে তার আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই। তবে তার চলমান স্বাস্থ্যসেবার অংশ হিসেবে ডার্মাটোলজিক নজরদারি চালিয়ে যাওয়া হবে।

গত মাসে ৮০ বছর বয়সি বাইডেনের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। সে সময় হোয়াইট হাউস জানিয়েছিল, তিনি সুস্থ আছেন এবং দায়িত্ব পালন করতে পারবেন।
এক বিবৃতিতে হোয়াইট হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, গত মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় ধরা পড়ে ত্বকের ক্যান্সারটি। পরে অস্ত্রোপচারের মাধ্যমে তার বুক থেকে সরিয়ে ফেলা হয় সংক্রমিত ক্ষতটি।

বাইডেনের চিকিৎসকরা জানিয়েছেন, এ ধরনের ক্যান্সার শরীরে ছড়িয়ে পড়ে না, তাই ভয়ের কোনো কারণ নেই। প্রেসিডেন্ট হওয়ার আগেও তিনি বেশ কয়েকটি ক্যান্সার আক্রান্ত টিস্যু অপসারণ করেছিলেন।

প্রসঙ্গত, অনেকদিন ধরেই ক্যান্সারের সাথে লড়ছে বাইডেনের পরিবার। ২০১৫ সালে বাইডেনের এক ছেলে মস্তিষ্কের ক্যান্সারে মৃত্যুবরণ করেন।

বায়োপসি করানোর পর থেকে ওই ক্ষতস্থান ‘দারুণভাবে নিরাময়’ হয়েছে। তার আর এ–সংক্রান্ত চিকিৎসার প্রয়োজন হবে না।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network