১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

আবারো সাংবাদিক জাহিদের উপর সন্ত্রাসীদের অতর্কিত হামলা

আপডেট: এপ্রিল ২৬, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টারঃ ভোলার চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের সময় চরফ্যাশন প্রতিনিধি সাংবাদিক আদিত্য জাহিদের উপর অতর্কিত হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করেন। বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ আইচা বাজারে তার নিজস্ব চেম্বারের মধ্যে সন্ত্রাসীরা তার ওপর নৃশংস হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গেলো ২৪ এপ্রিল সাবেক সচিব মেজবাহ উদ্দিনের গণসংযোগের মুহূর্তে তার লোকজনের উপর হামলার ঘটনার পরপর আওমী সন্ত্রাসীরা সাংবাদিক জাহিদ ও তার ছেলের উপর একইভাবে হামলা চালায়। সেই ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মামলা হয়। তারই জের ধরে বুধবার সন্ধ্যায় স্থানীয় ছাত্রলীগ নেতা তুহিন হাওলাদারের নেতৃত্বে ফয়সাল, করিম মৃধা, আবির, হুমায়ুন, আবু তাহের, শামীম মনির সহ একদল সশস্ত্র সন্ত্রাসী জাহিদের চেম্বারে এসে তার উপর অতর্কিত হামলা চালায়। কোন কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা জাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় জাহিদকে উদ্ধার করে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আশঙ্কা জনক অবস্থা দেখে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে জাহিদকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে রাখা হলেও উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার তাকে ঢাকায় নিয়ে যাওয়ার কথার রয়েছে বলে জানান জাহিদের পরিবারের লোকজন।
এ ব্যাপারে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সাথে সম্পৃক্ত কাউকে না পেলেও আহত অবস্থায় জাহিদকে উদ্ধার করে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেয়ার ব্যবস্থা করি। তবে এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network