২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
তেলবাহী লড়ি উল্টে গিয়ে আগুন লেগে এক জনের মৃত্যু। ভূমি বিষয়ক তথ্যাদি স্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করো হয়েছে-ভূমিমন্ত্রী মির্জা ফকরুলরা তারেক জিয়ার নির্দেশে জনগনের সাথে প্রতারনা ও তামশা করছে-আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিগ বার্ড ইন কেইজ: ২৫ শে মার্চ রাতে বঙ্গবন্ধুর গ্রেফতার  ঢাবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ১ কোটি টাকার বৃত্তি ফান্ড গঠিত হাইকোর্টের রায়ে ডিন পদে নিয়োগ পেলেন যবিপ্রবির ড. শিরিন জয় সেট সেন্টার’ থেকে মিলবে প্রশিক্ষণ, বাড়বে কর্মসংস্থান: পীরগঞ্জে স্পীকার বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সকল প্রস্তুতি সম্পন্ন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সাদি মোহম্মদ আর নেই

ফ্রান্সে উচ্চশিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট: জুলাই ২৫, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেজ-এর আয়োজনে ফ্রান্সে বৃত্তিসহ উচ্চশিক্ষা ও কর্মসংস্থান বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ড. এম. এ. ওয়াজেদ মিয়া অ্যাকাডেমিক ভবনের প্রকৌশল অনুষদ গ্যালারির ১৩৩ নং কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বাংলাদেশে অবস্থিত ফ্রান্স দূতাবাসের সহযোগিতায় আয়োজিত এই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক।

এতে ইনস্টিটিউট অব ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজেজের অধ্যাপক নাতাশা আফরিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন।

দিনব্যাপী এ সেমিনারে আলোচক ছিলেন ঢাকাস্থ ফরাসি দূতাবাসের কালচারাল আতাশে ইয়োআন জিগারেল ও ক্যাম্পাস ফ্রান্স বাংলাদেশের ব্যবস্থাপক সৈয়দা নাসিবা হোসেন।

বিশেষ অতিথির বক্তব্যে সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. সুলতান-উল-ইসলাম বলেন, ফ্রান্স বৃত্তিসহ উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় দেশ। সেখানে শিক্ষা ও গবেষণার যে সুযোগ আছে সে বিষয়ে এই সেমিনার শিক্ষার্থী ও গবেষকদের ইতিবাচক দিক নির্দেশনা দিবে ও আমাদের শিক্ষার্থীরা এই সুযোগ গ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই সেমিনার আয়োজনের জন্য তিনি ঢাকাস্থ ফরাসী দূতাবাসকে ধন্যবাদ জানান।

উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর বলেন, এই সেমিনার ফ্রান্সে উচ্চশিক্ষার বিষয়ে আমাদের শিক্ষার্থীদের অবহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে শিক্ষা ও গবেষণার সুযোগ গ্রহণ করে তা দেশের উন্নয়নে নিবেদিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
     
Website Design and Developed By Engineer BD Network